বেগমগঞ্জে পুলিশের সারাশি অভিযানে গ্রেপ্তার-৭
- আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ৩৬০৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ একলাশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সারাশি অভিযান চালিয়ে ৭জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সম্রাট ও সুমনসহ বিভিন্ন বাহিনীর সদস্য তাদের কয়েকজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সন্ত্রাসী সম্রাট বাহিনীর অন্যতম সদস্য মধ্য একলাশপুর গ্রামের আহম্মদ মাস্টারের ছেলে নাসরোল্লাহ নেহাল (৩৩), সুমন বাহিনীর সদস্য একলাশপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একই এলাকার আলতাফ হোসেনের ছেলে মো. জহির (১৭), কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য একলাশপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন সাব্বির (১৯), শহিদ উল্যার ছেলে তানজিদ মেহেরাজ (১৮), মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯) ও কিশোর গ্যাং তুফান গ্রুপের সদস্য শাহ আলম মাস্টারের ছেলে জাবেদ (১৮)।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সম্রাট বাহিনীর সদস্য নাসরোল্লাহ নেহালের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী ও কিশোর গ্যাং’সহ সকল অপরাধীদের বিরুদ্ধে জেলার প্রতিটি থানায় অভিযান চলছে। অপরাধী যেই হোক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।