সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ২২২৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী নদীর পাড় সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের (৩৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নংওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ এ মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গত কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরে জোয়ারের পানিতে মরদেহটি এখানে ভেসে আসে।
ওসি মো.আরিফুর রহমান আরও বলেন, পুলিশ বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।