বৃষ্টিতে রোপা আমন ও রবিশস্যের ক্ষতির আশংকায় ফেনীর কৃষকেরা
- আপডেট সময় : ০৪:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ২৯৬৬ বার পড়া হয়েছে
সাহেদ সাব্বির, ফেনী:
অসময়ের বৃষ্টি ভাবিয়ে তুলেছে ফেনীর কৃষকদের। টানা বৃষ্টিতে তিনদিন ফেনীতে কয়েক দফা ভারি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ফেনী অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে।
হঠাৎ টানা বৃষ্টিতে অসুস্থতার আশংকায় মানুষেরা ঘর থেকে যেমন বের হয়নি তেমনি অন্যদিকে ফসলের ফলন কমে যাওয়ার আশংকায় রয়েছে কৃষকরা।
জমে যাওয়া জমিতে বৃষ্টির পানি দ্রুত সরাতে না পারলে ক্ষতির পরিমান বাড়বে বলে শংকা প্রকাশ করেছেন কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলার ৬ উপজেলায় ৬৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ধানের ভালো ফলনের আশা করলেও গত কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া শীতকালীন সবজি ১শ ২ হেক্টর, খিরা ১৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টর ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি ১ হাজার ৮শ ৪৫ হেক্টর, খিরা ৬১ হেক্টর, ধনিয়া ৮ হেক্টর ও মাসকলাই ৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় রোপা আমন ১৫৯৪০ হেক্টর পরিমান আবাদের মধ্যে ২০ হেক্টর, শীতকালীন সবজি ৬শ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় রোপা আমন ৯২৫০ হেক্টরের মধ্যে ৪৫ হেক্টর, শীতকালীন সবজি ১৬০ হেক্টরের.মধ্যে ৬০ হেক্টর, খিরা ৫ হেক্টর, ধনিয়া ২ হেক্টর ও মাসকলাই ১ হেক্টরের পুরোটিই আক্রান্ত হয়েছে। ফুলগাজীতে ৬২০৫ হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, শীতকালীন সবজি ৬০ হেক্টরের মধ্যে ২৫ হেক্টর, খিরা ২৫ হেক্টরের মধ্যে ১০ হেক্টর, পরশুরামে রোপা আমন ৫৮৫০ হেক্টরের মধ্যে ৩ হেক্টর, শীতকালীন সবজি ১৫০ হেক্টরের মধ্যে ২ হেক্টর, দাগনভূঞায় রোপা আমন ৮৫১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর, শীতকালীন সবজি ১৭৫ হেক্টরের মধ্যে ২ হেক্টর, সোনাগাজীতে রোপা আমন ২০৯৭০ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, শীতকালীন সবজি ৭শ হেক্টরের মধ্যে ৩ হেক্টর আক্রান্ত হয়েছে।
ফেনীস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী মানিক জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অতিমাত্রায় বৃষ্টি হয়েছে। এতে ক্ষতি হওয়া ফসলের ক্ষেতের তালিকা গতকাল রবিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছি। পানি নেমে যাওয়ার চূড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।