বেগমগঞ্জে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ৬২৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা সকালে চৌমুহনী পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ.বি.এম জাফর উল্যাহ, পুলিশ সুপার আলমগীর হোসেন, চৌমুহনী পৌরসভা মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।
বেগমগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান, পুরুষ ও মহিলা সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সমাজের নারী ও শিশু নির্যাতন রোধে জন সচেতনতা বৃদ্ধি করে সবাইকে এগিয়ে আসার আহŸান জানানো হয়। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়।