শিরোনাম:
চরজব্বার থানার ওসি প্রত্যাহার নেভেনি সুন্দরবনের আগুন, সূত্র খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি, সময় লাগবে ২-৩ দিন, হলফনামায় মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ভুল চিকিৎসায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ, হসপিটালে ভাংচুর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয়

উপজেলা পরিষদ উপ নির্বাচনে বেগমগঞ্জ চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আওয়ামলীগ প্রার্থী প্রয়াত চেয়ারম্যান ওমর ফারুক বাদশার সহধর্মিনী শাহনাজ বেগম, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না , স্বতন্ত প্রার্থী কবির হোসেন, মফিজুর রহমান ও জোবায়ের হোসেন রবিবার উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন বাচাইয়ের তারিখ ১৭ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ও ২৪ নভেম্বর। আগামী ১০ ডিসেম্বর আসনটিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে শাহনাজ বেগম আওয়ামী লীগ দলীয় মনোনয়ন গ্রহন করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে মঞ্জুরুল আজিম সুমন গত ৯ সেপ্টেম্বর বিএনপি মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে দলীয় মনোনয়ন গ্রহন করেন। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় এ নেতা বর্তমানে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় চট্রগ্রাম বিভাগ যুবদলের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টোম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ২ শত ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২লাখ ১৫ হাজার ৯শত ৯৮ জন এবং মহিলা ২ লাখ ২শত ৩৬ জন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১