নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম বিভাগে অসঙ্গতি পেয়ে দু’টি বিভাগ সিলগালা করেছে জেলা সিভিল সার্জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা.মাসুদ ইফতেখার আকষ্মিকভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান পরিচালনায় সহযোগীতা করেন চাটখিল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ডাক্তারের পরিবর্তে অদক্ষ লোক দিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম বিভাগ পরিচালনা করে আসছিল। সিভিল সার্জন আকষ্মিক অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালের ওই দু’টি বিভাগ সিলগালা করে বন্ধ করে দেয়।
সিভিল সার্জন ডা.মাসুদ ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মিদের জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চাটখিলের বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকান গুলোর অনেকেই ওষুধ প্রশাসনের নিয়ম নীতি মানছে না।