কবিরহাট থানার নবাগত ওসির সাথে রিপোটার্স ক্লাব সদস্যদের মতবিনিময়
- আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ৭৫১৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট কবিরহাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়ার সাথে কবিরহাট রিপোর্টাস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টায় কবিরহাট থানা’র সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবিরহাট রিপোর্টাস ক্লাবের সভাপতি আমাদের সময় কবিরহাট প্রতিনিধি নুর আলম বিপ্লবের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্যে রাখেন, সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ হাসান রবিন, মানবজমিন প্রতিনিধি জহিরুলল হক জহির, ঢাকা টাইমস প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ, ডেইলী অবজারভার প্রতিনিধি মো: সেলিম, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার কাজী মহি উদ্দিন রবিন, চ্যানেল এস প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, জাগরণী টিভি প্রতিনিধি আবদুল্যাহ রানা, ভোরের আলো প্রতিনিধি রেদোয়ানুল হক, নয়া পৃথিবী প্রতিনিধি মো: হারুন, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি সাইফুল ইসলাম রাসেলসহ স্থানীয় সংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজের অন্যায় অপরাধ কমে যাবে। চলমান পরিস্থিতিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ রুখতে পুলিশ প্রশাসন এবং গনমাধ্যম কর্মিদের আন্তরিক হতে হবে। তবেই সুন্দর সমাজ গড়া সম্ভব।