সংবাদ শিরোনাম ::
কবিরহাটের চারটি অসহায় পরিবার পেল হিউম্যান রিলিপের ঘর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ৬৯০৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নে চারটি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে চারটি ঘর হস্তান্তর করেন বৈদেশিক অর্থ সহায়তা সংগঠন হিউম্যান রিলিপ ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৪ নবেম্বর) দুপুরে সংগঠনটির বাংলাদেশী অর্গনাইজার আব্দুল ওয়াদুদ রুবেলের উপস্থিতিতে এ সমস্ত ঘর হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব নবী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আহসান উল্যা, ইউপি সদস্য আজিম মেম্বার, সাংবাদিক মো: সেলিম প্রমূখ।
উপককার ভুগীরা হচ্ছেন, ধানশালিক ইউনিয়নের চর মন্ডলিয়া গ্রামের গুলজান বেগম, শাহিদা বেগম ও একই ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মাকসুদা বেগম এবং মারজাহান আক্তার।
এসময় সকল উপকারভূগীরা হিউম্যান রিলিপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের জন্য দোয়া কামনা করেন।