সুন্দলপুর ইউনিয়নের সাবেক মেম্বার নুরুজ্জামান চৌধুরীর স্বরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ৪৩৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর মডেল ইউনিয়নের ৫বারের সাবেক ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী খোকন মিয়ার স্বরণে শোক ও স্বরণ সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৯ নবেম্বর) বাদ মাগরিব আবদুল্যা মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ শোক ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
এলাকা বাসির উদ্যোগে আয়োজিত স্বরণ সভায় সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের আবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মোমিন বি.এস.সি।
উক্ত শোক ও স্বরণ সভায় বক্তরা নুরুজ্জামান চৌধুরী খোকন মিয়া, প্রবীন আওয়ামী লীগ কর্মী ছাদু মেম্বার ও মো: মোস্তফা জমিদার মেস্ত্রী সহ আওয়ামী লীগ থেকে হারিয়ে যাওয়া সকলের আত্নার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকের হোসেন, আব্দুল্য মিয়ার হাট বনিক সমিতির সভাপতি আবুল কাসেম, অব: প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু ছায়েদ, মরহুম খোকন মিয়ার সুযোগ্য সন্তান ডা. নোমান, শিহাব উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি আকবর হোসেন প্রমুখ।