বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, সুবর্ণচরে আটক যুবক
- আপডেট সময় : ০৯:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ৩৯১৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) দুপুর ৩টায় আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত, মো.সোহেল (২৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরনবী মাষ্টারের ছেলে।
অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তোভোগী কিশোরীর সাথে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ অক্টোবর রাত ৮টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে পার্শ্ববর্তী ঝাউ বাগানে নিয়ে ধর্ষণ করে সোহেল। এ ঘটনায় পরদিন দুপুর ২টার দিকে ভুক্তোভোগীর পিতা বাদি হয়ে চরজব্বর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে বুধবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।