সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রের ৭ সদস্য আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ৪৩৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে গাড়ি চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে। এ সময় পুলিশ আটককৃতদের কাছ থেকে ১টি চোরাই মোটর সাইকেল ও ১টি সিএনজি উদ্ধার করে।
বুধবার (২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে একই দিন দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলো, মো. রায়হান (২০), ইমাম হোসেন (২০), সজল প্রকাশ সুজন (২০), তাওহিদুর রহমান নিরব (২৩), লিমন (২৩), মোরশেদ (২২), ফিরোজ (২১)।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।