বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কবিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ১৪১১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত¡রে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
“জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান” এই স্লোগানে কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীরদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয় এবং অতিদ্রুতই অপরাধীরের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর রাসেদুজ্জামান রাসেদ, কবিরহাট থানার অফিসার ইনচার্জ টমাস বড়–য়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।