সংবাদ শিরোনাম ::
করোনায় আক্রান্ত নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি)
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ৪৮১২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান করোনায় আক্রান্ত হয়েছেন। উনার পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসছে।
মঙ্গলবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ থাকায় সোমবার বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে জেলা প্রশাসকসহ উনার পরিবারের সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিকালে পরীক্ষার জন্য নমুনা নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রাতে আসা রিপোর্টে পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসলেও জেলা প্রশাসকের করোনা পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি।