নোয়াখালীতে ভূমিহীন সমিতি নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডে স্মারক লিপি
- আপডেট সময় : ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ২১৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সূবর্ণচরে অবস্থিত চর আলাউদ্দিনও চর মাকসুদুলে ৪ শহশ্রাধিক ভূমিহীনদের রক্ষায় বেসরকারী উন্নয়ন “সংস্থা নিজেরা করি” এর আয়োজনে, ভূমিহীন সমিতির সদস্যগণের স্বাক্ষরযুক্ত আবেদনটি, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় ৪ শহশ্রাধিক পরিবারের চাষাবাদরত ভূূমি ও বাড়ি-ঘর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে ভূমিহীন সমিতির ৩ শতাধিক লোকের স্বাক্ষর সংবলিত স্মারকলিপিটি নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডে (পাউর বিভাগ) নিবার্হী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন বরাবর জমা প্রদান করেন।
চর আলাউদ্দিন ও চর মাকসুদুল ২টি মৌজার নদীর কূলের স্থায়ী বাঁধ নিমার্ণ না থাকায়, প্রতি বছর ৫০-৬০টি পরিবারের বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়ে সর্বশান্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে ঐ ২টি মৌজার ( চর আলাউদ্দিন ও চর মাকসুদুল ) বসবাসরত সকলেই ভূমিহীন হয়ে সর্বশান্ত হবে। নদী ভাঙ্গন রোধে এখনই যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সমস্যাটি জনগুরুত্ব হওয়ায়, এলাকাবাসী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।