কবিরহাটে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ২৩২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাটে ১২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত জামাল উদ্দিন (৪৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ডিস্মেবর) বিকাল ৫টার দিকে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের রহমত উল্যার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার পলাতক আসামী জামাল উদ্দিন ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মৃত আব্দুল মমিন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার এ এস আই আলী আহম্মদ, রঞ্জিত ও কামাল উদ্দিন এর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী জামালকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।