নোয়াখালীতে সেতু সচিবের প্রভিটা ফ্যাক্টরী ভিজিট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ৪২৭৮ বার পড়া হয়েছে
বিধান ভৌমিক:
স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষ্যে শনিবার রাতে নোয়াখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু সচিব বেলায়েত হোসেন ও সিনিয়র সচিব মাহফুজুর রহমান সহ তিনজন সচিব প্রভিটা ফ্যাক্টরী ভিজিট করেন।
স্বাস্থ্য বিধি মেনে পরে এ উপলক্ষ্যে সদরের কালাদরাফ পশ্চিম শুল্যকিয়া গ্রামে প্রভিটা মিলনায়তনে রাতে এক আলোচনা সভা শেষে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন প্রভিটা গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাইম আহমেদ। এ সময় জেলা প্রশাসক খোরশেদ আলম সহ সরকারী উচ্চ কর্মকর্তারা সপরিবারে উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায়, নোয়াখালীর বৃহৎ পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান প্রভিটা গ্রুপের চেয়ারম্যান নুরুন্নবি ভূইয়ার আমন্ত্রণে উপস্থিত হন সচিবরা। পরিবেশ বান্ধব এ প্রভিটা গ্রুপ থেকে প্রতিদিন প্রায় সোয়া লক্ষ ডিম উৎপাদন হয়। এই ডিম গুলো নোয়াখালীসহ সারা দেশে বাজারজাত করা হয়।