সংবাদ শিরোনাম ::
মাইজদীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ৯৪৮০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
চিকিৎসক না থাকাসহ নানা অভিযোগে নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে এ লাইভ ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ অভিযান পরিচালনা করেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডে অবস্থিত এ লাইভ ডায়াগনস্টিক সেন্টার তাদের ল্যাবটি চিকিৎসক, ল্যাব টেকনেশিয়ান ও মাইক্রোবায়োলজিস্ট ছাড়াই পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে অনির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।