সংবাদ শিরোনাম ::
অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ১৯৪২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে।
আটককৃত, ওমর ফারুক সোহান (৩২) সুধারাম থানার জয়কৃষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ, একটি কিরিচ, ২২ পিচ ইয়াবা, এক গ্রাম গাঁজা, ও ফেন্সিডিলসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসাইন জানান, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। অস্ত্র ও মাদকদ্রব্য আইনে অরো দুইটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।