চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারণায় হামলার প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ১০৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ’র প্রচারণায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় একদল দুষ্কৃতকারীর হামলায় সতন্ত্র প্রার্থীর নেতা কর্মীরা আহত হয়।
রবিবার (২৪ জানুয়ারি) সকালে চৌমুনী পৌরসভার ৭ নং ওয়ার্ডে মুক্তিযোদ্বা গাজী আমানউল্ল্যা মিয়ার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে হঠাৎ চৌমুহনী পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ আমাদেরকে পেছন থেকে আক্রমণ করে এ সময় আমাদের একজন মহিলা কর্মীকে তারা বেধড়ক মারধর করে এবং আমাকে শারীরিক ভাবে হেনস্তা করে। আমি এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই।
এ ঘটনার প্রতিবাদে তাতক্ষণিক সতন্ত্র প্রার্থীর কর্মী- সমর্থকরা রাস্তায় এসে প্রতিবাদ মিছিল বের করে। চৌমুহনী বাজারের প্রধান সড়ক থেকে মিছিলটি বের করে চৌরাস্তার রুহুল আমিন স্কয়ারে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।