রুমানা হত্যার এক মাসেও গ্রেফতার হয়নি আসামি,ন্যায় বিচার দাবীতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর সেনবাগে রুমানা আক্তার রুমি নামে এক সন্তানের জননীকে হত্যার এক মাসেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবীতে এই সাংবাদিক সম্মেলন করে নিহত রুমানা আক্তারের পরিবারের সদস্যসহ স্বজনরা।

লিখিত অভিযোগে রুমানা আক্তারের ভাই সুরুজ মিয়া জানান, গত ২০২০ সালের ২৭ই ডিসেম্বর বিকেলে তার শ্বশুর শ্বাশুড়িকে খাওয়ার সামগ্রী দেওয়ার জন্য আমাদের বাড়ী থেকে তার স্বামীর বাড়ী গেলে বিকেলে তার স্বামীর ভাইয়ের বৌ আমাদেরকে ফোন করে জানায় রুমানা আক্তার মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখলেও তবে পুলিশ কোনো ধরনের আঘাতের চিহ্নের কথা উল্লেখ করেনি বরং এটি একটি অপমৃত্যু বলে মামলা দায়ের করে।

আমরা বারবার পুলিশের কাছে হত্যা মামলার বিষয়ে বললে তারা আমাদের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করে এবং আমাদের উল্টো মামলার ভয় দেখিয়ে হুমকি দেখায়।

তিনি আরো জানান, আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন বিভিন্নভাবে টাকা দিয়ে থানাকে ম্যানেজ করেছে। ফলে থানা পুলিশের সাথে সখ্যতার কারণে তারা গ্রেফতার এড়িয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তাই সাংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার কামনা করছি। আমাদের কথা অপরাধী যেই হোক তাদের সাজা হোক।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১