এনডিএম প্রার্থী তারেকুলের প্রচারণায় হিরো আলম
- আপডেট সময় : ০৬:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ৩২৩৫ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
ফেনী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত সিংহ প্রতীকের মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (২৫জানুয়ারি) দুপুরের দিকে হিরো আলম ও মেয়র প্রার্থী তারেকের নেতৃত্বে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে গণসংযোগ শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিন করে৷ এসয়ম সিংহ প্রতিকের পক্ষে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় বক্তব্য দেন হিরো আলম।
তিনি বলেন, ফেনীর মেয়র প্রার্থী তারিকুল ইসলাম আমার বন্ধু। অনেক আগে থেকেই আমি স্থির করেছিলাম ফেনীতে তারেকের জন্য ভোট চাইবো।
তিনি আরও বলেন, তারেক একজন সৃজনশীল মানুষ। আপনারা নির্বাচনে তাকে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেবেন।
সিংহ প্রতিকের প্রার্থী তারেকুল ইসলাম জানান, হিরো আলম আমাকে খুব ভালোবাসেন। তিনি এনডিএম এর দলীয় সিদ্ধান্তে প্রচারনায় অংশ নিতে ফেনীতে এসেছেন। প্রচারনায় তার অংশগ্রহণ ফেনীতে ভোটারদেরকে উৎসাহী করবেন বলে মনে করেন এ মেয়র প্রার্থী।