ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
- আপডেট সময় : ১১:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১ ৩৩১২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপি র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্কস্তবক অর্পণ করেন। একই সময় নোয়াখালী পৌরসভা কার্যালয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্কস্তবক অর্পণ করা হয়।
পরে বেলায় ১১টায় শহরের হাউজিং বালুর মাঠে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এদিকে বিকাল ৩টায় সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়া, ৭ই মার্চ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সরকারি দপ্তরসমূহ নানা কর্মসূচীর আয়োজন করে।