নোয়াখালীতে ৭ মার্চে আওয়ামী লীগের সমাবেশ
- আপডেট সময় : ১১:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১ ৩৫৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
রোববার বিকেলে সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে নোয়াখালী শহর আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুউদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমূখ।
সমাবেশের প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধুর মুখে উচ্চারিত বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ৭ মার্চের ভাষণ বাঙালিকে শুধু ঐক্যবদ্ধই করেনি, তাদের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রেও দীক্ষিত করেছিল। বঙ্গবন্ধুর সেই ভাষণ আজ বাঙ্গালি জাতির মুক্তির সনদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বকৃত।
নোয়াখালীর চলমান রাজনীতি নিয়ে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, কোন জনপ্রতিনিধি আপনাদের কাজে আসবে ওই জিনিসটার দিকে নজর রাখবেন। অতি দরদি কখনো ভালো না। আমি নেত্রী এবং কাদের ভাইয়ের কাছে নোয়াখালী পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব চাই। আমরা ওই নেতৃত্ব চাই যারা প্রতিটি মুহূর্ত শহরকে এবং শহরের নেতাকর্মীকে বুকে আগলে রাখতে পারবে। এসময় তার বক্তব্যের সাথে সাথে নোয়াখালী পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে আবদুল ওয়াদুদ পিন্টুকে মনোনয়ন প্রদানে দলীয় প্রধান শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের কাছে দাবি তোলে ¯েøাগান দেন নেতাকর্মীরা।
এমপি একরামুল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে বলেন, পূর্ব দিকে একটা পাগল হইছে। কোম্পানীগঞ্জে একটা পাগল হইছে। তার মতো জনপ্রতিনিধি চাইনা আমরা।
তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিছে। কিন্তু আমি হারামের টাকা দরি নাই। যারা সামনের দিনে জনপ্রতিনিধি হবেন, কর্মিদের পেটের দিকে তাকাতে হবে।
নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যা খান সোহেলকে ইঙ্গিত করে এমপি একরামুল বলেন, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনি। এখন কর্মীদের খবর রাখেন না। কর্মীদের খবর না রাখলে আপনার খবরও তারা রাখবেনা। এটাই হচ্ছে বাস্তবতা।
সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নারী-পুরুষসহ দশ সহ¯্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।