সংবাদ শিরোনাম ::
সেনবাগে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১ ২৫৮৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে আলী হোসেন নোমান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুত্বর জখম করায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রের পরিবার।
বুধবার (১০ মার্চ) সকালের দিকে ভুক্তভোগী ছাত্রের কাকা মো.আবদুল করিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়ার দীঘি মহিউল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. শাহাদাত হোসেন পড়া লেখা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেত্রাঘাত করে রক্তাক্ত করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।