কোম্পানীগঞ্জে শিক্ষক ও কর্মচারীদের মানবিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৭:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ৩১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
করোনা ভাইরাস কারনে সংকটে পড়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কিন্টারগার্টেন শিক্ষক ও কর্মচারীদের মানবিক সহায়তা প্রদান করেছে বসুরহাট পৌরসভা। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কিন্ডারগার্টেন-স্কুলের ১৮১জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে মানবিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
সোমবার দুপুর ১টায় বসুরহাট পৌরসভার হলরুমে পৌর মেয়র আব্দুল কাদের মির্জা’র উদ্যোগে এবং বসুরহাট পৌরসভার আয়োজনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কাউন্সিলর এবিএম ছিদ্দিক প্রমূখ।
এ ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক নন এমপিও শিক্ষকদের মানবিক সহায়তার জন্য ৫০হাজার টাকা প্রদান করেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। পরে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ কামাল পারভেজ’র নিকট এ মানবিক সহায়তার নগদ অর্থ হস্তান্তর করেন।