কবিরহাটে মেয়র পদে ইসলামী আন্দোলনের মনোনয়ন জমা
- আপডেট সময় : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ২৫৮৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুহা.আলাউদ্দিন।
বুধবার (১৭ মার্চ) দুপুর ২ টায় কবিরহাট উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মুহাম্মাদ সোহাগ আহমেদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৫ মার্চ বৃহস্পতিবার প্রার্থি ও প্রতিক চুড়ান্ত এবং ১১ এপ্রিল পৌরসভা নির্বাচন হওয়ার ঘোষনা রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে আওয়ামীলীগ থেকে দলিয় প্রার্থি হিসেবে বর্তমান মেয়র জহিরুল ইসলাম রায়হান ঘোষনা পাওয়ার পর মনোনয়নপত্র নিলেও বিএনপি থেকে এখনো কেউ মনোনয়ন পত্র নেয়নি বলে জানান নির্বাচন অফিসার মোহাম্মদ সোহাগ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কবিরহাট উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মাদানী। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিদ্দিক। সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবু নাসের। সহ-সভাপতি ডাক্তার শরীফ উল্লাহ মানিক। ছাত্রনেতা জুবায়ের হোসাইন,মুহা. আব্দুর রহিম প্রমূখ।