ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

শেখ হাসিনা ছাড়া বড় নেতারা এ কনসটেন্সিতে ভোট করক, আমি এক ভোট বেশি না পেলে হিজরত করুম-কাদের মির্জা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ২৬০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আঙ্গো বড় নেতারা যারা আছে। শেখ হাসিনা বাদে, অন্য বড় নেতা যেতারা আছে। বললে এখন বাড়াবাড়ি হয়ে যাবে। এ কনসটেন্সিতে ভোট করক, আমি এক ভোট বেশি না পেলে হিজরত করুম। এ কনসটেন্সিতে কবিরহাট সহ। হিজরত করুম। আমার সেখানেও সমর্থন আছে।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কয়দিন আগে ফর্মুলা একটা দিছিনা। এ ফর্মুলা করছে,আমারে মারি এ কনস্ট্রেন্সিতে কি করবে। মন্ত্রীর বউ হুদাই। হে হের মত করি কই। বুঝেও না কিছু, বোকাস। মন্ত্রীর বউটো এগান এখানে ধারে কাছে আইবারও কোন সুযোগ নেই। হেগুনের যে সিস্টেমে কাম করের। আমি যতদূর শুনছি। বাদল যখন অ্যারেস্ট হইছে। বাদল বাহির হইবার যে কায়দা। বাহির হওয়ার জন্য যেটা করছে। মন্ত্রীর বউ আমার বিরুদ্ধে যত কথা কইছে। হাতে সব রেকর্ড করছে। হেতে জেলে ঢুকছে আর মন্ত্রীরে হুমকি দিছে আমি এ গুলো ফাঁস করি দিমু। মন্ত্রী তার ওয়াইফকে বাঁচানোর জন্য তারে ছেড়ে দিছে।

এ সময় কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিনের বিরুদ্ধে কঠিন বিষেদাগার করে বলেন, তাকে এখন আমরা সাদা মনের মানুষ বানাইছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

শেখ হাসিনা ছাড়া বড় নেতারা এ কনসটেন্সিতে ভোট করক, আমি এক ভোট বেশি না পেলে হিজরত করুম-কাদের মির্জা

আপডেট সময় : ০৪:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

 

বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আঙ্গো বড় নেতারা যারা আছে। শেখ হাসিনা বাদে, অন্য বড় নেতা যেতারা আছে। বললে এখন বাড়াবাড়ি হয়ে যাবে। এ কনসটেন্সিতে ভোট করক, আমি এক ভোট বেশি না পেলে হিজরত করুম। এ কনসটেন্সিতে কবিরহাট সহ। হিজরত করুম। আমার সেখানেও সমর্থন আছে।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কয়দিন আগে ফর্মুলা একটা দিছিনা। এ ফর্মুলা করছে,আমারে মারি এ কনস্ট্রেন্সিতে কি করবে। মন্ত্রীর বউ হুদাই। হে হের মত করি কই। বুঝেও না কিছু, বোকাস। মন্ত্রীর বউটো এগান এখানে ধারে কাছে আইবারও কোন সুযোগ নেই। হেগুনের যে সিস্টেমে কাম করের। আমি যতদূর শুনছি। বাদল যখন অ্যারেস্ট হইছে। বাদল বাহির হইবার যে কায়দা। বাহির হওয়ার জন্য যেটা করছে। মন্ত্রীর বউ আমার বিরুদ্ধে যত কথা কইছে। হাতে সব রেকর্ড করছে। হেতে জেলে ঢুকছে আর মন্ত্রীরে হুমকি দিছে আমি এ গুলো ফাঁস করি দিমু। মন্ত্রী তার ওয়াইফকে বাঁচানোর জন্য তারে ছেড়ে দিছে।

এ সময় কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিনের বিরুদ্ধে কঠিন বিষেদাগার করে বলেন, তাকে এখন আমরা সাদা মনের মানুষ বানাইছি।