নোয়াখালীতে ৩১ মামলায় ২৪ হাজার টাকা অর্থদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীতে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের চতুর্থ দিনে ৩১ মামলায় ২৪ হাজার ৪০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনব্যাপী নোয়াখালী ৯টি উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়খালী প্রশাসনের সহকারী কমিশনার সৈকত রায়হান মামলা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনাগুলো প্রতিপালন না করায় নোয়াখালী জেলায় চতুর্থ দিনে ৩১ টি মামলায় ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এসময় জনগণের মধ্যে ৫০০মাস্ক বিতরণ করা হয়।

উপজেলাগুলোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। একই সময়ে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০