বেগমগঞ্জে বসত ভিটা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত- ৭
- আপডেট সময় : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৭৭০২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে বাড়ির বসত ভিটার জায়গা মাপতে গিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে । পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বড় হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির জায়গা পরিমাপ চলছিল। এ সময় বড় ভাই শহিদ উল্যাহও তার ছোট ভাই মো. ছেকায়েত উল্যাহ ও অপর ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ বেধে গেলে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হয়। গুরুত্বর আহতরা হলেন, মো. ছাকায়েত উল্যাহ, সখিনা আক্তার, মাহমুদুল হাসান।
আহত ছাকায়েত উল্যাহ দাবি করেন, বড় ভাই শহিদ উল্যাহ ও তাঁর ছেলে মো.আব্দুর রহমান রুবেল, মো.বাবুল এবং হোসেনসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।