সংবাদ শিরোনাম ::
চাটখিলে ৫ মামলার আসামি ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ২০৮৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযান চালিয়ে ৫টি মাদক মামলার আসামিকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে।
আটককৃত, নুর আলম (৫৩), উপজেলার সাহাপুর শিবরামপুর গ্রামের মো. আবুল বাসারের ছেলে।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এ ছাড়াও আটককৃত নূর আলমের বিরুদ্ধে চাটখিল থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।