সংবাদ শিরোনাম ::
চাটখিলে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ৩২৪০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত, বাবর ওরফে কালা বাবর (৩০), উপজেলার চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের বাঁসি তপদার বাড়ি মৃত সোলায়মানের ছেলে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।