ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

জেলা আ.লীগের সভাপতিকে ফোনে হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৪১৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের ব্যবহৃত মুঠোফোনে একটি অপরিচত একটেল নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফোনে যোগাযোগ করলে এ এইচ এম খায়রুল আনম সেলিম তাকে হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘‘ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে, আমাকে, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নাকি নোয়াখালী ডিসি, এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়।’

তিনি আরো জানান, এ বিষয়ে তিনি নোয়াখালী পুলিশ সুপারকে অবহিত করেছেন। এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে তিনি এখনো থানায় কোন অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জেলা আ.লীগের সভাপতিকে ফোনে হত্যার হুমকি

আপডেট সময় : ১২:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের ব্যবহৃত মুঠোফোনে একটি অপরিচত একটেল নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফোনে যোগাযোগ করলে এ এইচ এম খায়রুল আনম সেলিম তাকে হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘‘ সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে, আমাকে, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নাকি নোয়াখালী ডিসি, এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়।’

তিনি আরো জানান, এ বিষয়ে তিনি নোয়াখালী পুলিশ সুপারকে অবহিত করেছেন। এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে তিনি এখনো থানায় কোন অভিযোগ করেননি।