চাটখিলে শীর্ষ মাদক কারবারি ৮ মামলার আসামি গিট্টু গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ মে, ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

 

 

নোয়াখালী চাটখিল উপজেলার শীর্ষ মাদক কারবারি গিট্টু আমিন ও তার সহযোগী আবুল হোসেন রূমেলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত শীর্ষ মাদক কারবারি মো. আমিনুল হক ওরফে গিট্টু আমিন (৪২), চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ফতেপুর গ্রামের স্কুল বেপারী বাড়ির মৃত আমিন উল্লাহ’র ছেলে এবং তার সহযোগী নিজাম উদ্দিন রুমেল (৩৫), পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের নন্দী বাড়ির আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার রাতে চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গিট্টু আমিনের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ও রুমেলের কাছ থেকে ৯৯ পিস ইয়াবাসহ তাদের দুজনকে আটক করে।

উল্লেখ্য, ‌শীর্ষ মাদক কারবারি গিট্টু আমিন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত তার নামে ইতিপূর্বে চাটখিল থানায় আটটি মাদক মামলা রয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত গিট্টু আমিন ও তার সহযোগীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০