ঈদ উপহার পেল সোনাইমুড়ী, চাটখিলের ২৫হাজার পরিবার
- আপডেট সময় : ০৪:১০:২০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ৬১৫৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সকল ওয়ার্ডের ২৫হাজার গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নগদ টাকা, শাড়ী, লুঙ্গী ও খাদ্য পণ্য।
শনিবার সকাল থেকে উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদের মাধ্যমে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও জেলা আ.লীগ সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনা কালীন সময়, লকডাউন, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে গরীব, অসহায় এবং দুস্থ মানুষের কথা চিন্তা করে আমাদের এ আয়োজন। প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে ২৫হাজার পরিবারের হাতে আমাদের ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। আমাদের ঈদ উপহারের বাইরে কারো ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা যুবগলীগের আহবায়ক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, দেওটি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, পাঁচগাও ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন কচি প্রমুখ।