সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর এতিম শিশুদের মাঝে পুলিশ সুপারের ঈদ আনন্দ ভাগাভাগি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩৩৩৪ বার পড়া হয়েছে
প্রতিবেদক নোয়াখালী:
ঈদ-উল ফিতর উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের আনন্দ দিতে ব্যতিক্রমধর্মী উদ্যেগ নিয়েছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো.আলমগীর হোসেন।
শুক্রবার (১৩ মে) দুপুর ২টার দিকে নোয়াখালী সরকারি শিশু পরিবারের ৬৯জন এতিম শিশুকে নিজের অর্থায়নে দুপুরের খাবার খাওয়ান তিনি।
এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ভবিষ্যতেও তাদেরকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সিআইডির পুলিশ পুলিশ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহ ইমরান, নোয়াখালী সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবদায়ক ফের দাউস আলম সরকার প্রমূখ।