নোয়াখালীতে যাত্রী হয়রানির অভিযোগে বেগমগঞ্জে ৬ দালালকে কারাদন্ড
- আপডেট সময় : ১০:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ৪৮৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে যাত্রী হয়রানির অভিযোগে ৬ দালালকে আটকক করে কারাদন্ড ও ২দালালকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেয়।
দন্ড প্রাপ্তরা হলো, আব্দুল করিম, মাহবুবুর রহমানকে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড দেয়া হয়। মো.জাহেদ হোসেন রতন, মো.বাবলু, মো.তারেক, বেলাল হোসেন ৫ দিনের বিনা শ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মো.ইসমাইলকে ২ হাজার টাকা, মো ওমর ফারুককে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এর আগে, বিকেলের দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮দালালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল থেকে আসা যাত্রীদের এরা নানা ভাবে হয়রানি করে টাকা পয়সা হাতিয়ে নেয়।