সংবাদ শিরোনাম ::
টিসিবির ১৯৬ লিটার তেল জব্দ, চাটখিলে ২০হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ৪৯৫৭ বার পড়া হয়েছে
চাটখিল, প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবির) ১৯৬ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাটখিল বাজারের সুমন ষ্টোর ও বাদল ষ্টোর থেকে ১৯৬ লিটার টিসিবির তেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মেসার্স সুমন ষ্টোরকে ১৫ হাজার টাকা ও বাদল ষ্টোরকে ৫হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক উদ্ধারকৃত তেল সরকারি মূল্যে ১৯ হাজার ৪০০ টাকা বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।