চাটখিলে গলায়ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ৪৯৪৮ বার পড়া হয়েছে
প্রতিবেদক, চাটখিল, নোয়াখালী:
নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে গলায় ফাঁস দিয়ে আত্নাহত্যা করা এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
নিহত শারমিন আক্তার জোছনা (২৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের আবিদ মিয়া পাটোয়ারী বাড়ীর প্রবাসী ইয়াছিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
শুক্রবার (২১ মে) বিকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে ওই গৃহবধূ নিজের শয়ন কক্ষের একটি আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফৌছে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে চাটখিল থানা পুলিশ।
পরিবারের সদস্যরা জানায়, বিকেলের দিকে নিহতের শ্বাশুড়ি পার্শ্ববর্তী একটি ঘরে পান খেতে যায়। ওই সময় গৃহবধূ ঘরে একা ছিলেন। একপর্যায়ে সে তার শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি নিহতের পরিবার এবং পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।