রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সেনবাগের ছিদ্দিক
- আপডেট সময় : ০৭:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৩১০৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিককে (৮০) পূর্নরাষ্ট্রীয় মর্যাদা শেষে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে ।
বুধবার(২৬ মে) বেলা ১১টায় উপজেলার চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর মরহুমের জানাযা শেষে চাঁদপুর গ্রামস্থ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
এসময় জায়নাজায় অংশ গ্রহন করেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কবির, সেনবাগ উপজলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব, উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক, পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নবীপুর ইউপি চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি, জেলা বিএনপির সদস্য নুর নবী বাচ্চু, চাঁদপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি তালেবুজ্জামান, আওয়ামীলীগ নেতা ভিপি দুলাল, ও মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিপুলসংখ্যক মানুষ জানাযায় অংশ নেন।
উল্লেখ্য মঙ্গলবার রাতে বীরমুক্তিযোদ্ধা ও কাদরা ইউনিয়নের ষাবেক দুই বারের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক চেয়ারম্যান নিজ বাড়িতে বাদক্যজণিক কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।