করোনায় নোয়াখালীর আরও একজনের মৃত্যু, মোট মৃত্যু ১২৩, একদিনে আরও ১১৪ করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১ ৪৫৪৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩জন। এদিকে গত ২৪ঘন্টায় ৩২৮টি নমুনা পরীক্ষা করে ১১৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ৩৪দশমিক ৭৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮হাজার ৯৭২জন। সুস্থ্য হয়েছে ৬হাজার ৭৭০ রোগী।
শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৪জন। যার মধ্যে সদর উপজেলায় ৭৮জন। এ উপজেলায় আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক সপ্তাতে সদর উপজেলার নোয়াখালী পৌর এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়ী লকডাউন করা হয়েছে। সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলায় মোট আইসোলেশনে রয়েছেন ২০৩৪জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৭জন।