সংবাদ শিরোনাম ::
করোনা আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরও ১জনের মৃত্যু, নতুন করে আরো ৯৪ জনের শরীরে করোন শনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১ ৪৫২৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, নোয়াখালী:
করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৪জন। গত ২৪ঘন্টায় ৩৯৭টি নমুনা পরীক্ষা করে আরো ৯৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২৩দশমিক ৬৮। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯হাজার ১৫১জন। যার মধ্যে সুস্থ্য হয়েছে ৬হাজার ৮৮৩জন রোগী।
সোমবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি আরো জানান, গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৪জন। যার মধ্যে সদর উপজেলায় ৭১জন। এ উপজেলায় সংক্রমণ বাড়া গত ৫জুন থেকে ৬টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় ৭দিনের বিশেষ লকডাউন চলছে। জেলায় মোট আইসোলেশনে রয়েছেন ২১৪৪জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৮জন রোগী।