ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চুল কাটা নিয়ে বিমান বাহিনীর সদস্যদের মারধর, সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ১৬৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক, নোয়াখালী:

 

সেলুন দোকানে চুল কাটতে গিয়ে বিমান বাহিনীর সদস্যদের মারধর করার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহ দুইজনকে কারাগারে পাঠিয়েছে সুধারাম থানা পুলিশ।

 

গ্রেফতার কৃতরা হলো, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান হাবিব (৩২), সে উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের হাজী আবুল কালাম মাঝির ছেলে ও একই ইউনিয়নের পূর্ব শুল্যাকিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সৌরভ হোসেন বিন জাহিদ (২২)।

 

গতকাল শনিবার দুপুর ২টার দিকে আটককৃত আসামীদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন সকালে সুধারাম এয়ার ফিল্ডের এলএসি মো. রনি মিয়া বাদী হয়ে ছাত্রদল নেতা হাবিবসহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০জনকে আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। সুধারাম থানায় যাহার মামলা নং -২০।

এর আগে, গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চর শুল্ল্যাকিয়া (সুধারাম এয়ারফিল্ড) এলাকায় উত্তর ওয়াপদা বাজারের হৃদয় সেলুনে এই ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, চর শুল্ল্যাকিয়া (সুধারাম এয়ারফিল্ড) এলাকায় উত্তর ওয়াপদা বাজারের হৃদয় সেলুনে বিমান বাহিনীর দুই জন সদস্য চুল কাটাতে যায়। চুল কাটা অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাহিনীর সদস্য রনিকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়ে ওই চেয়ারে বসে পড়ে ছাত্রদল নেতা হাবিব। এতে রনি প্রতিবাদ করলে তারা বলে ধাক্কা দিলে কোন সমস্যা নেই, সে এলাকার বড় ভাই। বিমান বাহিনীর সদস্য বলার পরও পুনরায় তারা তাকে ধাক্কা দিতে থাকে। এ সময় তার সঙ্গীয় সৈনিক মেহেদী হাসান প্রতিবাদ করলে ছাত্রদল নেতা হাবিবসহ তার সাঙ্গপাঙ্গরা তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে এয়ারফিল্ডের সদস্যরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে হাবিব ও সৌরভ হোসেন কে আটক করে থানায় সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিমান বাহিনীর এক সদস্য বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে ছাত্রদল নেতা হাবিবকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চুল কাটা নিয়ে বিমান বাহিনীর সদস্যদের মারধর, সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব কারাগারে

আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

প্রতিবেদক, নোয়াখালী:

 

সেলুন দোকানে চুল কাটতে গিয়ে বিমান বাহিনীর সদস্যদের মারধর করার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহ দুইজনকে কারাগারে পাঠিয়েছে সুধারাম থানা পুলিশ।

 

গ্রেফতার কৃতরা হলো, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান হাবিব (৩২), সে উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের হাজী আবুল কালাম মাঝির ছেলে ও একই ইউনিয়নের পূর্ব শুল্যাকিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সৌরভ হোসেন বিন জাহিদ (২২)।

 

গতকাল শনিবার দুপুর ২টার দিকে আটককৃত আসামীদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন সকালে সুধারাম এয়ার ফিল্ডের এলএসি মো. রনি মিয়া বাদী হয়ে ছাত্রদল নেতা হাবিবসহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০জনকে আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। সুধারাম থানায় যাহার মামলা নং -২০।

এর আগে, গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চর শুল্ল্যাকিয়া (সুধারাম এয়ারফিল্ড) এলাকায় উত্তর ওয়াপদা বাজারের হৃদয় সেলুনে এই ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, চর শুল্ল্যাকিয়া (সুধারাম এয়ারফিল্ড) এলাকায় উত্তর ওয়াপদা বাজারের হৃদয় সেলুনে বিমান বাহিনীর দুই জন সদস্য চুল কাটাতে যায়। চুল কাটা অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাহিনীর সদস্য রনিকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়ে ওই চেয়ারে বসে পড়ে ছাত্রদল নেতা হাবিব। এতে রনি প্রতিবাদ করলে তারা বলে ধাক্কা দিলে কোন সমস্যা নেই, সে এলাকার বড় ভাই। বিমান বাহিনীর সদস্য বলার পরও পুনরায় তারা তাকে ধাক্কা দিতে থাকে। এ সময় তার সঙ্গীয় সৈনিক মেহেদী হাসান প্রতিবাদ করলে ছাত্রদল নেতা হাবিবসহ তার সাঙ্গপাঙ্গরা তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে এয়ারফিল্ডের সদস্যরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে হাবিব ও সৌরভ হোসেন কে আটক করে থানায় সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিমান বাহিনীর এক সদস্য বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে ছাত্রদল নেতা হাবিবকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।