সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ৩৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩২) নামের এক সিএনজি চালিত এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা মো. হোসেন নামের এক যাত্রী আহত হয়েছে।
রবিবার সকালে চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরথি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আহত যাত্রী মো. হোসেন জানান, সকালে সিএনজি চালক সিরাজুল ইসলামের গাড়ী নিয়ে সোনাইমুড়ী বাজারে তরকারি আনছিলেন তিনি। সকাল ৭ টার দিকে গাড়ীটি বাংলাবাজারের এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালুর স্তুপের উপর উঠে যায়। গাড়ীটি উল্টে গিয়ে সড়কের পাশে থাকা তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে চালক সিরাজুল নিহত ও তিনি আহত হন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।