করোনায় একদিনে মৃত্যু ২১, নতুন করে আক্রান্ত ১২৫১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

এনকে বার্তা ডেস্ক::

 

বাংলাদেশে গত গত ২৪ ঘণ্টায় ১২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন। এছাড়া মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৭০ জন। ২৪ ঘণ্টা সুস্থ হয়েছে ৪০৮ জন। মোট সুস্থ হয়েছে চার হাজার ৯৯৩ জন। সুস্থের হার ১৯.৮৮ শতাংশ ও মৃত্যু হার ১.৪৭ শতাংশ।

দেশে করোনা শনাক্তের ৭৩তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৯৯৩ জন।

তিনি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

এসময় ডা. নাসিমা সুলতানা বলেন, নিয়মিত মাস্ক পরা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। যাদের ডায়াবেটিস, হৃদরোগের মতো জটিল শারীরিক রোগ আছেন তারা যেন জনসমাগম এড়িয়ে চলেন, তাও উল্লেখ করেন তিনি।

এছাড়াও বয়স্কদের যত্ন নেওয়া, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খাওয়া ও বেশি করে তরল পান করার পরামর্শ দেন তিনি। ডালজাতীয় খাবার, জিংক ও প্রোটিন সম্পন্ন খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়াও ধূমপান ও তামাক সেবন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

মৃত ২১ জনের বয়স বিশ্লেষণ করে দেখা যায়:

১১ থেকে ২০ বছর বয়স: ১ জন।
২১ থেকে ৩০ বছর বয়স: ২ জন।
৩১ থেকে ৪০ বছর বয়স: ২ জন।
৪১ থেকে ৫০ বছর বয়স: ৫ জন।
৫১ থেকে ৬০ বছর বয়স: ৫ জন।
৬১ থেকে ৭০ বছর বয়স: ৪ জন।
৭১ থেকে ৮০ বছর বয়স: ২ জন।
তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাসায় মারা গেছেন ৪ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ২৫ হাজার ১২১ জন।
মারা গেছেন : ৩৭০ জন।
মোট সুস্থ হয়েছেন: ৪ হাজার ৯৯৩ জন।
মোট নমুনা পরীক্ষা: ১ লক্ষ ৯৩ হাজার ৬৪৫টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৮ লাখ ৯৫ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৯ লাখ ৯ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ২০ হাজার ১৯২ জনের।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০