সংবাদ শিরোনাম ::
৩ লাখে বিক্রি হলো এক পোয়া মাছ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ২২৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিল এলাকার এক জেলের জালে ৩৭ কেজি ওজনের একটি বিশাল পোয়া মাছ ধরা পড়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) মাছটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়ে।
ট্রলারের মালিক আবু ছৈয়দ বলেন, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল থেকে জেলেরা প্রতিদিনের মতো সাগরে মাছ শিকারে যান। জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকেলে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি। রাতে কৈয়ারবিল সমিতির রোডে মাছটি আনা হলে দেখতে ভিড় করে উৎসুক মানুষ। পরে বুধবার বিকেলে মাছটি ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।
কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, এ ধরনের পোয়া মাছ সহজে পাওয়া যায় না। এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। তবে চলতি সপ্তাহে আরও কয়েকটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে বলে জানান তিনি।