ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৩০১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মা ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার বিকালে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উত্তর নাপিতখালীর শহীদুল ইসলামের স্ত্রী ইমতিয়াজ খানম জিশান (২৪) এবং তাদের দুই সন্তান জাবিন (৫) ও জেরিন (২)।

গৃহকর্তা শহীদুল ইসলাম লবণ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না।

ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, শহীদুল ইসলাম ও তার স্ত্রী ইমতিয়াজ খানম জিসানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার বিকালে ইমতিয়াজ খানম জিসান প্রথমে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করান। পরে ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ওসি জানান, প্রতিবেশীরা বাড়ির ভেতর অনেক্ষণ কারো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে ঘরের মেঝেতে দুই শিশু ও মাকে ঝুলন্ত দেখতে পান। পরে তারা গৃহকর্তা ও পুলিশকে খবর দেন।

বুধবার সকালে শহীদুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মহেশখালী যান। ঘটনার সময়ও তিনি বাইরে ছিলেন।

আব্দুল হালিম জানান, পুলিশের ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর লাশগুলো উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

কক্সবাজারে দুই শিশুকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর মা ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার বিকালে নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উত্তর নাপিতখালীর শহীদুল ইসলামের স্ত্রী ইমতিয়াজ খানম জিশান (২৪) এবং তাদের দুই সন্তান জাবিন (৫) ও জেরিন (২)।

গৃহকর্তা শহীদুল ইসলাম লবণ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না।

ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, শহীদুল ইসলাম ও তার স্ত্রী ইমতিয়াজ খানম জিসানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার বিকালে ইমতিয়াজ খানম জিসান প্রথমে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করান। পরে ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ওসি জানান, প্রতিবেশীরা বাড়ির ভেতর অনেক্ষণ কারো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে গিয়ে ঘরের মেঝেতে দুই শিশু ও মাকে ঝুলন্ত দেখতে পান। পরে তারা গৃহকর্তা ও পুলিশকে খবর দেন।

বুধবার সকালে শহীদুল ইসলাম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মহেশখালী যান। ঘটনার সময়ও তিনি বাইরে ছিলেন।

আব্দুল হালিম জানান, পুলিশের ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর লাশগুলো উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।