২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশে বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৫ লাখ মানুষ
- আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ৬৭২৫ বার পড়া হয়েছে
দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৫২৬ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার রাজধানীসহ সারাদেশেই দেওয়া হয়েছে ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজ।
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, বুধবার ঢাকা মহানগরীতে ৭ হাজার ৩৫১ জনসহ ঢাকা বিভাগে ১২ হাজার ৭১০ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৪৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৯০৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৯৯০ জন, রংপুর বিভাগে ২ হাজার ৯৭১ জন, খুলনা বিভাগে ৬ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৩১ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬৫২ জন বুস্টার ডোজ নিয়েছেন।