ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

আর নয়, গ্যাসের দাম আর বৃদ্ধি : ড. মোশাররফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২ ৮৬৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করছে এই সরকার। ইতোপূর্বেও তারা তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আর নয়, গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না।

তিনি বলেন, আমরা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি।

বর্তমান সরকার কোনো ধরনের বৈধ সরকার না। তাদের কোনো ম্যান্ডেট নেই দাম বৃদ্ধি করার।
আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশে গণতন্ত্র নেই দাবি করে ড. খন্দকার মোশাররফ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। আর আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দেবে না। বিএনপিকেই গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে। আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও পূর্ণ মুক্ত করতে পারবো না।

খালেদা জিয়া যাতে বিদেশে চিকিৎসা না নিতে পারে তার জন্য সরকার বিধি নিষেধ দিয়েছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কোনো স্বৈরাচার সরকার নিজের ইচ্ছায় ক্ষমতা থেকে চলে যায় না। তাদেরকে ধাক্কা দিতে হয়। পাকিস্তান আমলে আইয়ুব খানকে বিদায় করছে বাংলাদেশের মানুষ। আমরা আশা করি, এই সরকারকেও বিদায় করবে। খালেদা জিয়াকে মুক্ত করবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভায় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর নয়, গ্যাসের দাম আর বৃদ্ধি : ড. মোশাররফ

আপডেট সময় : ০৯:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করছে এই সরকার। ইতোপূর্বেও তারা তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আর নয়, গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না।

তিনি বলেন, আমরা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি।

বর্তমান সরকার কোনো ধরনের বৈধ সরকার না। তাদের কোনো ম্যান্ডেট নেই দাম বৃদ্ধি করার।
আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশে গণতন্ত্র নেই দাবি করে ড. খন্দকার মোশাররফ বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। আর আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দেবে না। বিএনপিকেই গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে। আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও পূর্ণ মুক্ত করতে পারবো না।

খালেদা জিয়া যাতে বিদেশে চিকিৎসা না নিতে পারে তার জন্য সরকার বিধি নিষেধ দিয়েছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কোনো স্বৈরাচার সরকার নিজের ইচ্ছায় ক্ষমতা থেকে চলে যায় না। তাদেরকে ধাক্কা দিতে হয়। পাকিস্তান আমলে আইয়ুব খানকে বিদায় করছে বাংলাদেশের মানুষ। আমরা আশা করি, এই সরকারকেও বিদায় করবে। খালেদা জিয়াকে মুক্ত করবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভায় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।