নোয়াখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আক্রান্ত আরও ১২

Avatar
newsdesk2
আপডেটঃ : শুক্রবার, ২২ মে, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ
জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২জন। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২৭৫জন।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২জন। যার মধ্যে জেলার সদর উপজেলায় ৪, বেগমগঞ্জে ৭, চাটখিলে ১জন। জেলায় এ পর্যন্ত ৩হাজার ১১৩জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ২হাজার ৫৫২জনের ফলাফল এসেছে। আইসোলেশনে রয়েছে ২৪৪জন। যার মধ্যে কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে রয়েছেন ১৯জন। সুস্থ হয়েছেন ২৭জন।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যাঃ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৫জন। যার মধ্যে রয়েছে বেগমগঞ্জে ১৩৬জন, সদরে ৩৭জন, কবিরহাটে ৩৮, চাটখিলে ২১, সোনাইমুড়ীতে ১৫জন, হাতিয়ায় ৬জন, সেনবাগে ৭জন, কোম্পানীগঞ্জ ৭, সুবর্ণচর উপজেলায় ৮জন। এদের মধ্যে মারা গেছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০