সংবাদ শিরোনাম ::
৮শ’ ইয়াবাসহ সুধারামের ঘোড়া সুমন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ২৪৪১২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুধারামে ৮শ’ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সুমন ওরফে ঘোড়া সুমন (৪০) সদর উপজেলার ১১নং নেওয়াজপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুর রবের ছেলে।
মঙ্গলবার (১৮অক্টোবর) গ্রেপ্তারকৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতান কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম বলেন, আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।